অনলাইন ডেস্ক:
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে সিটিটিসি’এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম তাকে গ্রেফতার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সিটিটিসি সূত্রে জানা যায়, রাজধানীর শান্তিনগর এলাকায় তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেফতারের পর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
এম২৪নিউজ/আখতার