তীব্র গরমে স্কুল-কলেজ-মাদরাসা বন্ধের দাবি

অনলাইন ডেস্ক:

দেশজুড়ে দাবদাহের কারণে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তাই তীব্র গরমে স্কুল-কলেজ-মাদরাস বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু আজ শনিবার এই দাবি জানান।

এদিকে এরই মধ্যে তীব্র গরমের কারণে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, দেশজুড়ে প্রবাহমান দাবদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে গতকাল শুক্রবার আবহাওয়া অফিস সারা দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি করে। আবহাওয়া অফিস বলছে, আজ শনিবার থেকে তাপমাত্রা বেশি থাকবে। এ সময় সবাইকে গরম থেকে বাঁচতে সতর্কতার সঙ্গে চলার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সূত্র: চ্যানেল২৪

এম২৪নিউজ/আখতার

Leave a Reply