নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে আপনারা আমাদের ভোট দিয়েছেন। এবার আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা আমরা বাস্তবায়ন করবো।
শুক্রবার রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়ন পরিষদ ও টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে এলাকাবাসীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে। এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন। সংসারের কাজ ফেলে রেখে সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা ভালোবাসার সম্পর্ক তুলে ধরেছেন। তিনি বলেন, পীরগঞ্জের সর্বত্র উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্পিকারকে ক্রেস্ট দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মণ্ডল এবং টুকুরিয়া উচ্চবিদ্যালয় ও হিন্দু আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।
এ সময় স্পিকার পীরগঞ্জের ঐতিহ্যবাহী হাতিবান্ধা মাজার জিয়ারত করেন ও মাজারে কর্তব্যরত খাদেমের কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন।
অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা, সাংবাদিকরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার