নিউজ ডেস্ক:
এবার বাংলাদেশে ট্রায়াল দিতে আসছেন বার্সেলোনা একাডেমিতে খেলা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশদ্ভূত ফুটবলার আমির সামি। জুনে বাফুফেতে ট্রায়াল দিতে আসবেন বার্সা একাডেমির ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আমির সামি যিনি কিনা আমেরিকার বার্সেলোনা একাডেমি থেকে প্রশিক্ষিত হয়ে বেরিয়ে এসেছেন এবং এখন খেলছেন আমেরিকার ইউথ ডেভেলপমেন্ট ক্লাব লং আইল্যান্ড স্যলামারস এর হয়ে এবং এই মিডফিল্ডার আগামী জুন মাসে অনুষ্ঠিত ওপেন ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে আসছেন ।
আপনাদের কাঙ্খিত বার্সেলোনার একাডেমির প্লেয়ার আমির সামি রংপুরের মিঠাপুকুর উপজেলার লতীবপুর ইউনিয়নের তনকা মামুদপুর গ্রামের আমেরিকান প্রবাসী এমডি বি ফরিদী শিপন ও আফরিন হ্যাপী দম্পত্তির বড় ছেলে।
এম২৪নিউজ/আখতার