স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬টি এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ব্যপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের। এবার এই ৬টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারির পাশাপাশি স্বচ্ছতা চান মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকরা। কেন্দ্রগুলো হলো, বালারহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, বৈরাতী উচ্চ বিদ্যালয়, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গালর্স স্কুল এন্ড কলেজ, শঠিবাড়ি ইসলামিয়া আলিম মাদরাসা, মির্জাপুর আহমদিয়া ফাযিল মাদরাসা এবং রানীপুকুর স্কুল এন্ড কলেজ। অভিযুক্ত কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে বলে জানিয়েছেন ইউএনও বিকাশ চন্দ্র বর্মন।
অভিযোগ রয়েছে, এসব কেন্দ্রে গতবছর এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাসসহ নানা অনিয়ম হয়েছে। সেইসময় প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আইনী ব্যবস্থা নিলেও সংশ্লিষ্ঠ পরীক্ষা কেন্দ্রের সচিব, কক্ষপরিদর্শক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কথাই উঠে এসেছে।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে দেশব্যাপী এসএসসি ও সমমানের পরিক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু চিন্তিত উপজেলার মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকরা। কারণ পরীক্ষাকেন্দ্রগুলোতে অনিয়মের কারণে পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলছে। এবার স্বচ্ছতার সাথে পরীক্ষা চান অভিভাবকরা।
অভিভাবকদের দাবি, গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উল্লেখিত কেন্দ্রগুলোতে ব্যপক অনিয়ম হয়েছে। বিশেষ করে পরীক্ষা কেন্দ্রের নিদ্রিষ্ট সীমানার বাইরে অভিভাবক ও স্বজনদের অবস্থানের নিয়ম থাকলেই সংকেতের সেই লাল পতাকাকে অনেকেই আমলে নেয়নি। এ কারণে পরীক্ষা কেন্দ্রে অনেকের অবাধ পদচারণা ছিল উদ্বেগজনক। এছাড়াও পরীক্ষাকেন্দ্রে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, নকল সরবরাহ, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। রয়েছে, রাজনৈতিক নেতাদের আধিপত্য বিস্তার, কোচিং সেন্টারের প্রতিশ্রতি, টাকার বিনিময়ে পাশ করিয়ে দেয়ার কন্টাকসহ সাংবাদিক এবং শিক্ষকদের অর্থের বিনিময়ে নকল সরবরাহের অভিযোগ। এসব কারণে মেধাবী শিক্ষার্থীরা তাদের কাংখিত ফলাফল অর্জনে বাধা সৃষ্টি হচ্ছে আর অনিয়মের সুযোগ নিয়ে অনেক দূর্বল পরীক্ষার্থী ভালো রেজাল্ট করে এগিয়ে থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষাথী জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে সবচেয়ে বেশি অনিয়ম হয় দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শকের মাধ্যমে। কেন্দ্রগুলোতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা দায়িত্ব পালন করেন। অনেক কোচিং সেন্টার তাদের সাথে যোগাযোগ করে টাকার বিনিময়ে বিশেষ সুবিধা নেন। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হলের ভিতর নিয়ম ঠিক থাকলে সবকিছুই ঠিক থাকবে।
বালারহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, বৈরাতী উচ্চ বিদ্যালয়, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গালর্স স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচিবদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এবার সবকিছুতেই পরিবর্তন থাকবে। কোনপ্রকার অনিয়মের সুযোগ দেওয়া হবে না। এমনকি সাংবাদিকরাও নিয়মের বাইরে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সবার সহযোগীতা পেলে এবার কোনরকম বিতর্ক ছাড়াই পরীক্ষা শেষ করার জন্য আশাবাদী তারা।
মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল জানান, এসএসসি পরীক্ষায় অনিয়মের কোন সুযোগ নেই। এর আগে যে কেন্দ্রগুলোতে অনিয়ম হয়েছে, এবার সেই কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে। শিক্ষক-ছাত্র যেই হোক অনিয়য় করলে কোন ছাড় দেওয়া হবেনা। কোন শিক্ষার্থী নকল করলে বা নকলে সহায়তা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানান, অভিযুক্ত কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে। পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার পাশাপাশি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ করার বিষয়টি নিশ্চিত করা হবে।
এম২৪নিউজ/আখতার