উপজেলা পরিষদ নির্বাচন: মিঠাপুকুরে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শামীম আখতার:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই জন প্রার্থী মঙ্গলবার (৩০ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তারা হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা জামান পারভেজ ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম প্রমানিক। ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেন।

এ উপজেলা থেকে সর্বশেষ চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছেন ৭ জন। এরা হলেন- চেয়ারম্যান পদে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা কামরুজ্জামান কামরু ও জাপা’র সাবেক এমপি শাহ্ সোলায়মান আলম ফকিরের ছেলে শাহ্ সাদমান ইশরাক। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন ও সাবেক মহিলা ইউপি সদস্যা দেলওয়ারা বেগম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান জানান, দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চূড়ান্ত তালিকায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার। ভোটকেন্দ্র ১৫৬ টি। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ হবে ২১ মে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply