একদফা দাবিতে মিঠাপুকুরে সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

অতিসত্বর আইন পাস করে কোটা পদ্ধতিকে যৌক্তিক সংশোধন, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং প্রধানমন্ত্রীর কটাক্ষ ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মিঠাপুকুরের সর্বস্তরের সাধারন শিক্ষার্থীরা।

একদফা দাবিতে সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি- সংগৃহীত।

বুধবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার মহাসড়ক প্রদক্ষিণ করে ওভারপাসের নিচে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার সহ একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

একদফা দাবিতে বৈরাতি এলাকায় সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি- সংগৃহীত।

এদিকে, একই সময় উপজেলার বৈরাতীহাটের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বৈরাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান নেয় ওই এলাকার সাধারন শিক্ষার্থীরা।

এসময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া আন্দোলন অব্যাহত থাকবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply