এসএসসি’র ফল প্রকাশ: মিঠাপুকুরে আইডিয়াল পাবলিক স্কুল শীর্ষে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:

এসএসসি পরীক্ষার ফলাফলে মিঠাপুকুরে আইডিয়াল পাবলিক স্কুল শীর্ষ অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে মোট ১০৯ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। এদের মধ্যে গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে ৫০ জন কৃতি শিক্ষার্থী।

উপজেলার একমাত্র সরকারী প্রতিষ্ঠান মিঠাপুকুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাশের হার শতকরা ৮৪.৮০ ভাগ।

এছাড়াও উপজেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান শঠিবাড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয় থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৩১২ জন। পাশ করেছে ২৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। পাশের হার ৭৭.৮৮ ভাগ। শুকুরেরহাট স্কুলের মোট পরীক্ষার্থী ১৭২ জন। পাশ ১৪৩ জন। এ প্লাস ৪০ জন। পাশের হার ৮৩ ভাগ। রাণীপুকুর স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ১২৯ জন। পাশ ১০৬ জন। এ প্লাস ২৭ জন। পাশের হার ৮২.১৭ ভাগ।

সেরা প্রতিষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুলের অধ্যক্ষ ফারুক হোসেন বলেন, এই ফলাফলে আমরা খুবই সন্তোষ্ট। ছাত্রছাত্রীর নিরলস পরিশ্রম, শিক্ষকদের ভালভাবে পাঠদান এবং পরিচালনা কমিটির সদস্যদের আন্তরিকতায় উপজেলার মধ্যে সেরা ফল অর্জন সম্ভব হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, এবার পরীক্ষা খুবই স্বচ্ছতা ও উৎসব মুখর পরিবেশে হয়েছে। ভাল ফলাফল অর্জন করায় আইডিয়াল পাবলিক স্কুলসহ অন্য প্রতিষ্ঠানের সব মেধাবী শিক্ষার্থীদের অভিননন্দন জানাই।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply