গত সাড়ে পনেরো বছরের ইতিহাস গুম-খুনের ইতিহাস: রংপুর জামায়াতের আমির

শামীম আখতার |

রংপুর জেলা জামায়াতের আমির ও মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী বলেছেন, গত সাড়ে পনেরো বছরের ইতিহাস গুম-খুনের ইতিহাস, হত্যা-ধর্ষণের ইতিহাস, মানুষের উপরে জুলুমের ইতিহাস, আয়না ঘর সৃষ্টির ইতিহাস। এসময় আমরা চরম নির্যাতনে ছিলাম। আমরা ইচ্ছা-অনিচ্ছায় পার্শ্ববর্তী দেশের গোলামী করতে বাধ্য হয়েছি। এর পেছনে মূল কারণ বিগত সরকার।

মঙ্গলবার বাদ এশা মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী কলেজ মাঠে আয়োজিত সিরাত মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক গোলাম রব্বানী আরো বলেন, হাসিনা এখন যে মানবতাবিরোধী অপরাধ করলো তা প্রকাশ্যে গণহত্যা। প্রায় এক হাজারের মতো মানুষ মারলো। এটা মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার হবে।

তিনি বলেন, আমাদের নেতাদের বিচার করেছিলেন কোন সাক্ষী ঠিক ছিল না। টাকা দিয়ে সাক্ষী বানানো হয়েছে। আর আপনাদের ঘটনার সাক্ষী দেওয়ার মত লক্ষ লক্ষ লোক আছে বাংলাদেশ। এই ট্রাইব্যুনালে বিচারপতি চেঞ্জ হয়েছে। প্রসিকিউটর চেঞ্জ হয়েছে। এই ট্রাইব্যুনালেই আপনার বিচার হবে ইনশাআল্লাহ। এই দেশ ও জাতি সেই বিচারের অপেক্ষায়।

মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্বে করেন ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply