প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে মিঠাপুকুরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে মিঠাপুকুরে পৃথক কর্মসূচি করেছে স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ।

আজ শনিবার (৪ জুন) বিকালে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে মিছিলটি।

মিছিল শেষে নির্মানাধীন ঢাকা-রংপুর মহসড়কের ফ্লাই অভারের নীচে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, যুবলীগ নেতা কামরুজ্জামান কামরু প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের ব্যানারে উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এরপর, উপজেলা আওয়ামী লীগের ব্যানারে উপজেলা পরিষদ থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী’লীগ সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান প্রধান, যুব লীগ নেতা শাহ্ আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply