অনলাইন ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের আয়োজনে শুক্রবার (৫ জুলাই) সংগঠনের অফিস কার্যালয়ে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতিমুলক সভায় উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি মাষ্টার মোহন লাল কুজুর এর সভাপতিত্বে উন্মুক্ত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাপ বাড়া, কোষাধ্যক্ষ রনজিত কেরকেটা, সাংগঠনিক সম্পাদক পুতুল মাহালী, মহিলা বিষয়ক সম্পাদিকা তেরেজিনা কুজুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক বাবুলাল মার্ডি,কার্যকরী সদস্য রবিন্দ্র বাকলা, মনিকা খালকো, চাঁনমনি টপ্য, সবুজ পাহান, স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সভাপতি পলাশ টপ্য, সাধারণ সম্পাদক টুলিপ এক্কা, কোষাধ্যক্ষ রনজিত খালকো, স্বপ্নচুড়া ফাউন্ডেশনের কার্যকরী সদস্যদের মধ্যে লক্ষণ মিনজি,রুবেল টপ্য, পুনুয়েল এক্কা, সুজন মিনজি, রুবেল তিগ্যা, চাঁন খালকো, অমল খালকো প্রমুখ।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৪ উদযাপন করার লক্ষে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
এম২৪নিউজ/আখতার