মিঠাপুকুরে উপকারভোগীদের মাঝে হাঁস-মুরগী বিতরণ করলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের উদ্যোগে উপকারভোগীদের মাঝে হাঁস-মুরগী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দূর্গাপুর ইউনিয়নের মুশাপুর মাদ্রাসা প্রাঙ্গনে-২০২৪ অর্থ বছরে অপুষ্টি দূরীকরণ ও অর্থনৈতিক স্বচ্ছলতা আনয়নে ২৫০ টি পরিবারের মাঝে ৬৬০টি মুরগী ও ৩ হাজার ১শত ২০টি হাঁস এবং লক্ষিত ৭৭ টি পরিবারের মাঝে ১৫ টি করে মোট ১ হাজার ১শত ৫৫ টি হাঁস প্রত্যেক উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একরামুল হক মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ও মুশাপুর গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বক্তব্যে বলেন, হাঁস প্রতিপালন, রোগ প্রতিরোধ এবং অপুষ্টি দূরীকরণ ও আর্থিক স্বচ্ছলতা আনয়নে হাঁস পালনের গুরুত্ব নিয়ে আলোকপাত করে উপকারভোগীদের মাঝে হাঁস বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply