মিঠাপুকুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার:

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার এ সব বিতরণ করা হয়।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সালাহউদ্দীন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হক প্রমুখ।

২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভূট্রা, সূর্যমুখী, অড়হড় ও শীতকালীন পিাঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৪ হাজার ১ শত ২০ জন কৃষককে ১ কেজি সরিষার বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply