মিঠাপুকুরে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

রংপুরের মিঠাপুকুরে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামী মেজবাহুর প্রধানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে আবদুস সাত্তারের গরুর খামারে গত বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গরু চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে বাধা দিলে আবদুস সাত্তারের স্ত্রী মনজুয়ারা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে গ্রামের লোকজন এলে চোর পালিয়ে যায়। মনজুয়ারা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চোরের পরিচয় জানালে রাত সাড়ে ১২টার দিকে পাশের গ্রাম ধলারপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে আইনুল ইসলামকে তুলে নিয়ে যান বড় মির্জাপুর গ্রামের লোকজন। বেধড়ক মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আইনুল। হাসপাতালে নেওয়া পথে মারা যান তিনি।

এ ঘটনায় পরদিন শুক্রবার মেজবাহুর প্রধানকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার তিনদিন পর গত রবিবার রাতে র‍্যাবের সহযোগীতায় শঠিবাড়ী এলাকা থেকে মেজবাহুর প্রধানকে গ্রেফতার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গণপিটুনিতে হত্যা মামলার মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলা তদন্তাধীন পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply