মিঠাপুকুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আয়নাল ইসলাম (৩৫)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের মৃত. নুরু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে আবদুস সাত্তারের গরুর খামারে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গরু চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে বাধা দেন আবদুস সাত্তারের স্ত্রী মনজুয়ারা বেগম। এ কারণে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে গ্রামের লোকজন এলে চোর পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চোরের পরিচয় জানালে রাত সাড়ে ১২টার দিকে পাশের গ্রাম ধলারপাড়ার বাড়ি থেকে আইনুল নামে এক যুবককে তুলে নিয়ে যান বড় মির্জাপুর গ্রামের লোকজন। বেধড়ক মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আইনুল। হাসপাতালে নেওয়া পথে মারা যান তিনি।

নিহত আয়নালের মা বুল্লি বেওয়া বলেন, অনেকগুলো মানুষ বাড়িতে এসে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। চুরি করার সাক্ষী-প্রমাণ নাই, তারপরও আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলল। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গণপিটুনিতে এক যুবক মারা গেছে। শুনেছি নিহত ব্যক্তিই গরু চুরি করতে গিয়ে গৃহবধূ মনজুয়ারাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় কেউ থানায় মামলা করেনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply