স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) ১’শ ৪৯ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এনামুল হক ও সাধারন সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আল আমিন সরকার মানিক।
এছাড়া, সহ-সভাপতি পদে আব্দুর রহমান রাজু, সহ-সাধারণ সম্পাদক পদে একে আজাদ শফিকুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা শাহীন , দপ্তর সম্পাদক স্বপন কুমার, কোষাধ্যক্ষ রিপন মিয়া নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে ৪টি পদের বিপরীতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে, নুর আলম, শামীম মিয়া, সুজন মিয়া ও জিয়াউর রহমান জিয়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন মিঠাপুকুর উপজেলা সাব রেজিষ্টার গীতা রানী।
নির্বাচিতরা আগামী তিন বছর মিঠাপুকুর দলিল লেখক সমিতির দ্বায়িত্ব পালন করবেন।
এম২৪নিউজ/আখতার