মিঠাপুকুরে দুই ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

রংপুর অফিস:

রংপুরের মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নিবন্ধন না থাকায় ২টি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব এ অভিযান পরিচালনা করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স টিএমবি ব্রিকস ও মেসার্স এফআইএফ ব্রিকস নামের ২টি ইটভাটাকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীবের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নিবন্ধন না থাকায় ইট ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দ্রুততম সময়ের মধ্যে রংপুর পরিবেশ অধিদপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রংপুরের পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশ সহায়তা করেছে। জেলার ইটভাটাগুলোতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply