স্টাফ রিপোর্টার:
জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুকুর উপজেলা সভাকক্ষে বুধবার সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকির হোসেন সরকার এমপি।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ ও প্রকল্প পরিচালক আবু নূর মো: শামসুজ্জামান।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন- উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল-রেস্তোরা ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এম২৪নিউজ/আখতার