স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী বর্নাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে আন্ডারপাসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান। সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের মিঠাপুকুর শাখার আহব্বায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ।
বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফছার মিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ্ আনোয়ার সাদাত লেমন, সাইদুর রহমান তালুকদার, রেজাউল কবীর টুটুল, সদস্য অধ্যক্ষ মেজবাহুর রহমান প্রধান প্রমুখ। সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগের মিঠাপুকুর শাখার যুগ্ন-আহব্বায়ক মোন্নাফ হোসেন ও ছাত্রনেতা সাদ্দাম হোসেন।
সভায় প্রধান অতিথি আগামীতে দেশের উন্নয়নের ধারা ও জনউপকারী বিভিন্ন সরকারী সুবিধা ভোগীদের ভাতা অব্যাহত রাখতে ও দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে দলমত নির্বিশেষে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানান।
এম২৪নিউজ/আখতার