মিঠাপুকুরে যমুনেশ্বরী নদীর বালু উত্তোলন করায় ৫ বালুখেকোর জরিমানা

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করায় ৫ বালু খেকোকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মামুন ভূঁইয়া এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

পুলিশ জানায়, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া পয়েন্টে দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যক্তি যমুনেশ্বরী নদীর বুক চিড়ে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে শনিবার মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় ৫ জন বালু খেকোকে আটক করা হয়। তারা হলেন- বালু উত্তোলনের তত্বাবধানকারী সাজ্জাদুল হক ফরিদ, ট্রাক চালক রনজিত, সহযোগী আবদুর রশীদ, গিয়াস উদ্দিন ও আবদুস সালাম।

এদেরকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মামুন ভূঁইয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিনি অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে তত্বাবধায়কের ১০ হাজার এবং অন্যদের প্রত্যেকের ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এম২৪নিউজ/আখতার