স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে শেখ হাসিনা মহিলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।
বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, চেংমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, বড় হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, মিলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান, বড় বালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম স্বপন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ফরহাদ পুটু ও দুর্গাপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য মারুফা আক্তার মিতু। খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিরন পাশা।
প্রতিযোগিতায় ফাইনালে অংশ নেয় রংপুর জেলা মহিলা ভলিবল দল বনাম দিনাজপুর জেলা মহিলা ভলিবল দল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রংপুর জেলা মহিলা ভলিবল দল।
এম২৪নিউজ/আখতার