মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ইটভাঙ্গা দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ড্রিম প্লাস ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার চারঘাট থানার হলদিবাড়ি গ্রামের মৃত. আব্দুল মতিন মিয়ার ছেলে হাছেন আলী (৪০) এবং একই গ্রামের মৃত. খোদা বকশ এর ছেলে সেলিম মিয়া (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী সৌখিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শঠিবাড়ী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে উল্টো দিক থেকে আসা ইটভাঙ্গা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ইটভাঙ্গা গাড়িতে থাকা হাছেন আলী ও সেলিম মিয়া নামে দুই শ্রমিক।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply