মিঠাপুকুরে ২৬ সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমন্বয় কমিটির অবহিতকরণ সভা

মিঠাপুকুর২৪নিউজ ডেক্স

মিঠাপুকুরে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সুরু হবে ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রম। একই সাথে ১৫-১৭ বয়সের কিশোর কিশোরীদেরও তথ্য সংগ্রহ করা হবে। বুধবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমন্বয় কমিটির এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এসব তথ্য তলে ধরে উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হান্নান বলেন, মিঠাপুকুরে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। এই কার্যক্রম চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। এসময় ১৫-১৭ বয়সের কিশোর কিশোরীদেরও তথ্য সংগ্রহ ফর্ম পূরণ করা হবে। তিনি আরও বলেন, আগামী ১৯ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ভোটার রেজিষ্ট্রেশনের কাজ চলবে। তথ্য ফরম পূরণকারী ১৫-১৭ বয়সের কিশোর কিশোরীদের ১৮ বসর পূর্ণ হলে এমনিতেই তারা ভোটার তালিকাভূক্ত হবেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া।

Leave a Reply