মিঠাপুকুর ইউএনও ফাতেমাতুজ জোহরার ‘মা’ আর নেই, প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা’র মাতা নুরে জান্নাত (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে, নাতনি ও ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিঠাপুকুর প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply