মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের শোভা বর্ধনে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধারে কৃষ্ণচূড়া ফুলের গাছের চারা রোপন করা হয়েছে।

সোমবার বিকেলে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।

এসময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল ইসলাম, মিঠপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, বনবিট কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।

মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাস্তার দুধারে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন কর্মসূচীর উদ্ভোধন করা হয় l

এম২৪নিউজ/আখতার

Leave a Reply