স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে অবস্থিত প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মুহঃ মশফিকুর রহমান। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের বানী পাঠ করেন উপ-পরিচালক মোহাম্মদ মহিবুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নূরুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতি বোর্ডের সদস্য সচিব মুহ. নুরুল ইসলাম প্রামাণিক, কোষাধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম প্রমুখ।
বার্ষিক সদস্য সভায় জানানো হয়, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় চলতি বছরের ১৯ জুন পর্যন্ত এক হাজার ৯১টি গ্রামে বিভিন্ন শ্রেণির ৪ লাখ ৫৪ হাজার ৭৯ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্যে, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে।
সভায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন রংপুরের মিঠাপুকুর, পীরগঞ্জ, পীরগাছা এবং গাইবান্ধার সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার দুই সহস্রাধীক গ্রাহক উপস্থিত ছিলেন।
সভায় শ্রেষ্ঠ বিদ্যুৎ বিল পরিশোধকারী গ্রাহকদের পুরস্কৃত করা হয়। সভাস্থলের পাশে বিভিন্ন স্টলে বৈদ্যুতিক সরঞ্জামাদী শোভা পায়। শেষে লটারীতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।