শঠিবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে আইসিটি ল্যাব নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে শঠিবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে আইসিটি ল্যাব নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিদ্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার।

উপজলা নির্বাহি অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মমিন মন্ডল, শঠিবাড়ী মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হাশেম আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, প্রতিষ্ঠানের সভাপতি মোস্তাফিহার রহমান সাজু, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন ভিক্টর প্রমুখ।

এর আগে আইসিটি ল্যাব নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাকির হোসেন সরকার এমপি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply