শঠিবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এই নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এইচএন আশিকুর রহমান এমপি।

শঠিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান নওশার সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান, শঠিবাড়ি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি মেজবাহুর রহমান মঞ্জু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আনোয়ার সাদাত লেমন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল প্রমূখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় 

উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত শঠিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পুরাতন বিল্ডিং ভেঙে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের চার তলা বিশিষ্ট মসজিদ নির্মাণের উদ্যোগ নেন মসজিদ কমিটি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply