শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মিঠাপুকুর উপজেলা জামায়াত

স্টাফ রিপোর্টার:

প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও দুস্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে অবস্থিত চীনা অ্যাম্বাসির সহযোগিতায় কম্বল বিতরণ কর্মসূচির (একাংশ) আয়োজন করে মিঠাপুকুর উপজেলা জামায়াত।

মিঠাপুকুরের আল ফারুক মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিঠাপুকুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস ছালাম খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply