মিঠাপুকুরে অপহরণের ৪মাস পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে অপহরণের ৪ মাস পর দশম শ্রেণির ছাত্রী উম্মে সালমাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

এসময় অপহরণের অভিযোগে ফরহাদ হোসেন ওরফে ফুয়াদ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদের মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়।

তদন্তকারী অফিসার (এসআই) আজমল হোসেন জানান, ৪ মাস আগে খোড়াগাছ ইউনিয়নের রুপসী মুন্সিপাড়া গ্রামের ইব্রাহিম মিয়া তার মেয়ে উম্মে সালমাকে অপহরণের অভিযোগ এনে একই গ্রামের কাশেম আলীর ছেলে ফরহাদ হোসেনের নামে থানায় অভিযোগ করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।