সাংবাদিক আব্দুল হালিমের ভাইয়ের মৃত্যুতে মিঠাপুকুর প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক আব্দুল হালিমের বড় ভাই পুলিশ ইন্সপেক্টর আব্দুল লতিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মিঠাপুকুর প্রেসক্লাব।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেলে এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সহ-সভাপতি রবি খন্দকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, সহ-সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোনা, প্রচার সম্পাদক শাহীন মন্ডল, কার্য নির্বাহী সদস্য প্রদীপ কুমার গোস্বামী, মনিরুজ্জামান বিজয়, হাফিজুর রহমান মানিক, মোতাহার হোসেন, সনজিৎ মহন্ত, বিপ্লব রহমান, হাসেম মন্ডল, সদস্য আমিরুল কবীরর সুজন, আনোয়ার হোসেন রাব্বি, বিপুল চন্দ্র, বাবুলাল মার্ডি মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, খোড়াগাছ ইউনিয়নের রূপসী বাঁশটারী গ্রামের মৃত. আঃ হকের বড় ছেলে ও সাংবাদিক আব্দুল হালিমের বড় ভাই পুলিশ ইন্সপেক্টর আব্দুল লতিফ মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে কর্মস্থল দিনাজপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিন বাদ আসর রূপসী চেতনাগন্জ ঈদগাহ্ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply