মিঠাপুকুরে পিকনিকের বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ২

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুরে বুধবার (১২ ফেব্রুয়ারী)  পিকনিক বাস ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রোহান মিয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু রোহান মিয়া (৯) উপজেলার শাল্টিপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। এ ঘটনায় ২ যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন- নিহতের মা মোসলেমা বেগম ও লাইজু মিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া গ্রাম থেকে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীর চেতনাপাড়ায় চার্জার ভ্যানে যাচ্ছিলেন মোসলেমা। পথে উপজেলার রাঙ্গাপুকুর এলাকায় ভেন্ডাবাড়ি থেকে রংপুরগামী একটি পিকনিক বাস সামনে এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আহত ওই ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply