মো: শামীম আখতার:
সমাজে এখন প্রতিনিয়ত বউ-শাশুড়ীদের নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা ওঠে। বর্তমানে তাদের সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন দৃশ্যমান। এমন অবস্থা পাল্টে দিয়ে একে অপরের প্রতি নিবিড় সেতুবন্ধন তৈরী করার লক্ষে মিঠাপুকুরে দিনব্যাপী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গনে ল্যাম্ব বর্ণ অন টাইম প্রকল্পের সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি এই মেলার আয়োজন করে।
বিকেলে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম দীলিপ। ল্যাম্ব’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলেনা বেগম, আনজুমান আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যাম্ব’র এ্যসিসটেন্ট টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাহিমুল করিম। এরআগে গ্রামাবংলার ঐতিহ্যবাহী বালিশ পাচার, হাঁড়িভাঙ্গা ও কানা মাছি খেলা এবং কুইজ প্রতিযোগীতায় অংশ নেন বৌ-শাশুড়ীরা। দিনভর মেলায় শতাধিক জোড়া বউ-শাশুড়ির উপস্থিতি ও তাদের আন্তরিকতায় সেখানে তৈরী হয় ভিন্ন রকমের পরিবেশ।
ল্যাম্ব’র প্রজেক্ট টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা জানান, ‘মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবারিক বন্ধন অটুট ও সু-সম্পর্ক রাখা, মাতৃত্বকালীন ঝুঁকি নিরসন ও সেবা প্রহন, পরিবার পরিকল্পনা গ্রহন, মা ও শিশুর স্বাস্থ্য সর্ম্পকে সচেতন করাই এ মেলার উদ্দেশ্য। আশা করি বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে বউ-শাশুড়ীরা বিষয়টি বুঝতে পেরেছেন। তারা বাড়িতে ফিরে তাদের আশেপাশের বউ-শাশুড়ীদের মধ্যে এই সেতুবন্ধনের বার্তা পৌঁছে দেবেন। এছাড়াও, নানামুখী সচেতনতা সৃষ্টি হচ্ছে এই মেলার মাধ্যমে।’
অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, গর্ভবতী মা, কিশোর-কিশোরী, বউ-শ্বাশুড়ী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলায় স্বাস্থ্য বিভাগ, পবিবার পরিকল্পনা বিভাগ, ইউনিয়ন ডিজিটাল সেবা ও ল্যাম্ব এর স্টল এবং মা ও শিশু স্বাস্থ্যে নিয়ে নাটক প্রদর্শিত হয়।