মিঠাপুকুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, আহত-৫ (সিসিটিভি ফুটেজসহ)

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন- 

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে সার ও বীজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৩ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি ও সাড়ে ১০ লাখ টাকা লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তারা মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন- 

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের ফিল্ডের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি এজাহার দিয়েছেন হামলার শিকার ব্যবসায়ি রবিউল ইসলাম। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন- 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, ফিল্ডের বাজার এলাকার সার ও বীজ ব্যবসায়ী রবিউল ইসলামের সাথে পূর্ব শত্রুতার জের চলে আসছে গোপিনাথপুর গ্রামের আশিকুর রহমানের সাথে। বৃহস্পতিবার বিকেলে আশিকুর রহমান তার দলবল সহ রবিউল ইসলামের দোকানে দেশীয় আস্ত্র দিয়ে হামলা চালায়। ভাংচুর করে আসবাবপত্র, নষ্ট করে মালামাল। এতে প্রায় ৩ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও দোকানে থাকা সাড়ে ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে রবিউল ইসলাম দাবি করেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তাদেরকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রবিউল ইসলাম (৩৫), আরমান মিয়া (২২), হাছনা বেগম (৫০), সুরভী বেগম (৩০) ও জোনাব আলী (৪০)।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন- 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আশিকুর রহমানের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় রবিউল ইসলামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে। এসময় তারা দোকানে থাকা আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে। বেধরক পেটায় আশিকুর রহমান, তার ভাই, মা ও স্ত্রীকে। কিছুক্ষণ পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

রবিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার উপর দেশীয় আস্ত্র নিয়ে হামলা করে আশিকুর ও তার লোকজন। তারা আমার দোকানে থাকা মালামাল লুটপাট ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে এলাকাবাসি এসে আমাদের উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অভিযুক্ত আশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার ঘটনা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন- 

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আহতদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply