স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে ৬২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল। শুক্রবার রাতে বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ শরিফা বেগম নামে এক নারীকে আটক করা হয়।
সূত্র জানায়, শুক্রবার রাতে ৬ লক্ষাধিক টাকা মূল্যের এই বিপুল পরিমান মাদক জাতীয় ফেন্সিডিল উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রাম থেকে উদ্ধার করা হয়। এসময় শরিফা বেগম (৪০) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। এই মাদক কারবারীর মুল হোতা ওই গ্রামর আল মিজান (৪২) ও তার স্ত্রী ফেন্সি বগম (৩৮) র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয় যায়। ধৃত শরিফা বগম হেলেঞ্চা গ্রামের সেরু মিয়ার কন্যা। তারা ৩জন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিলের কারবার করে আসছিল বলে অভিযাগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার