স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে গত ৩দিনের টানা বর্ষন ও গতকাল দুপুরে বয়ে যাওয়া টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অতি বর্ষনের ফলে উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় ফসলী মাঠ তলিয়ে যাওয়াসহ মাছের খামার, পুকুর প্লাবিত হয়। এবং গতকার দুপুরে বয়ে যাওয়া টর্নেডোয় উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুকি উত্তরপাড়া (বকশীপাড়া) গ্রামে শতাধিক বসতবাড়ী-ঘর গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মনিরুজ্জামান টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, ভেঙ্গে যাওয়া রাস্তাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, খুব দ্রুত সময়ে ভাঙ্গা রাস্তা মেরামতের ব্যবস্থা সহ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সম্ভব সব রকম সহযোগিতার ব্যবস্থা করা হবে। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানগনকে স্ব-স্ব এলাকার প্রকৃত ক্ষতিগ্রস্থ মানুষের তালিকা তৈরীর নির্দেশনা দেন। তিনি আরো বলেন, আজ পানি নামতে শুরু করেছে, পরিস্থিতি সহনশীল পর্যায়ে আছে। ৮নং চেংমারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল কবীর টুটুল জানান, উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ তার এলাকা। বিশেষ করে তার এলাকার গিলাঝুকি উত্তরপাড়া (বকশীপাড়া) গ্রামে গতকাল দুপুরে সংঘটিত টর্নেডোতে শতাধিক মানুষের বসতবাড়ী-ঘরের টিনের চাল, বিদ্যুৎ লাইন লন্ডভন্ড হয়ে গেছে। গাছপালা ভেঙ্গে এবং উল্টে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
শুক্রবার রাত থেকে রবিবার পর্যন্ত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন কৃষক, দিনমজুর ও খেটে-খাওয়া মানুষ। ৩দিনের টানা বর্ষনে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের খামার, পুকুর। বালুয়ামাসিমপুর স্কুলের সামনে বড়বালাগামী পাকা রাস্তা অতি বর্ষনের তোড়ে ভেঙ্গে যাওয়ায় সেখানকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বজ্রপাতে দুখু মাহাতো (৫৫) নামে লহনী গ্রামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রংপুর আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, গত কয়েকদিনে এ মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন বলেন, অতি বর্ষনে আমন ফসল এবং সবজি ক্ষেতে বিরূপ প্রভাব পড়তে পারে। যা পানি নেমে যাওয়ার পর বোঝা যাবে।
এম২৪নিউজ/আখতার