মিঠাপুকুরে শিক্ষক ও ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার মোসলেমবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন শিক্ষক ও ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেখানে জনসাধারণের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঘুরে এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের মোসলেমবাজার এলাকায় সম্প্রতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি দুষ্কৃতিকারী মহল বেপরোয়া হয়ে উঠেছে। কথা কাটাকাটির জেরে চা দোকানী দম্পতির ওপর দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে মারধর করে, মোটরসাইকেল ভাংচুর করে। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে সভা অনুষ্ঠিত হয়। সভায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মুকুল সরকার স্থানীয় একটি ক্লাব নিয়ে বিতর্কিত বক্তব্য দেন। এ নিয়ে ক্লাবের লোকজন ও স্থানীয়দের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ওই শিক্ষকের সাথে কথা বলেন তারা। এ সময় কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

পরে, স্থানীয় বাসিন্দা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম এবং চেংমারী ইউনিয়ন পরিষদের সদস্য রায়হান মিয়া নিষ্পত্তি করে দেন। পরবর্তীতে অবসরপ্রাপ্ত শিক্ষক বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে পরিস্থিতি ঘোলাটে করেন। তাঁকে লাঞ্চিত করা হয়েছে বলে বলাবলি করেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক শামছুল আলম ও ইউপি সদস্য রায়হান মিয়াকে মিথ্যা দোষারোপ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে একটি মানববন্ধন করা হয়েছে। সঠিক ঘটনা না জেনেই মানববন্ধন করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা জুলফিকার মিল্টন ও রেজাউল করিম বাটুল বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে মোসলেমবাজারকে অশান্ত করার চেষ্টা করছে। ওই মহলটি দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। একজন সস্মানিত জনপ্রতিনিধি এবং সম্মানিত একজন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করিয়েছে কুচক্রী মহলটি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দুস্কৃতিকারীদের প্রতিহত করা এখন সময়ের দাবি। অশান্তি সৃষ্টিকারীদের বিষদাঁত উপড়ে ফেলা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply