মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। রংপুর দর্শনা-ভেন্ডাবাড়ী সড়কের আবিরেরপাড়া এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ঘোনাপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে রিপন মিয়া (২০) ও একই উজেলার গিলাঝুঁকি হঠাৎ পাড়া গ্রামের জাহিন আলম (২২)।

জানা গেছে, শুক্রবার রাতে মোসলেমবাজার এলাকা থেকে ইটভাটার জালানি হিসেবে ব্যবহার করার জন্য গাছের ডাল ট্রলিতে বোঝাই করে তাঁরা ভেন্ডাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার চেংমারী ইউনিয়নের আবিরের পাড়া বাজারের কাছে ট্রলি বিকল হয়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় ট্রলির নিচে চাপা পড়েন রিপন ও জাহিন। ঘটনাস্থলেই রিপন মারা যান।

গুরুতর আহত অবস্থায় জাহিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply