স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ এলাকায় যাত্রীবাহী অটো ও ধান বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অটোতে থাকা এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।তাৎক্ষিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত ট্রলির ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
আজ রাত সাড়ে ৮ টার দিকে তালিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় সড়কে থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তারা জানান, সড়কে থাকা খড়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে মিঠাপুকুর থানা পুলিশ অবস্থান করছেন।
এম২৪নিউজ/আখতার