মিঠাপুকুরে স্বামীর সহযোগীতায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, আটক ৩

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে স্বামীর সহযোগীতায় এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতের আঁধারে একটি আঁখ খেতে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ করা হয়। নির্মম নির্যাতনের শিকার গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এ ঘটনায় গৃহবধূর মা বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

আটককৃতরা হলেন, উপজেলার ফুলচৌকি গ্রামের মজিত মিয়ার ছেলে আঃ গফফার (৩৮), জগদীশপুর গ্রামের ওহাব মিয়ার ছেলে শাকিনুর ইসলাম ওরফে হাসেনুর (৩০) এবং গৃহবধুর স্বামী উপজেলার মামুদেরপাড়া গ্রামের গোলজার রহমানের ছেলে বিদ্যুৎ মিয়া (২৮)।

এছাড়াও এ ঘটনায় আরও দুজন পলাতক রয়েছেন তারা হলেন, উপজেলার ফুলচৌকি গ্রামের রোস্তম আলীর ছেলে জাহিরুল ইসলাম ও ছফির উদ্দীনের ছেলে তালেব মেকার (৪০)।

জানা গেছে, রংপুর মহানগরের কিশামত বিষূ মানঝাই গাইবান্ধাটারির বাদশা মিয়ার মেয়ে রাজিয়া সুলতানার (১৯) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মিঠাপুকুর উপজেলার মামুদেরপাড়া এলাকার বিদ্যুৎ মিয়া (২৬)। গত ৩/৪ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী সুলতানাকে দেহ ব্যবসায় বাধ্য করান স্বামী।

গত বৃহস্পতিবার রাতে সুলতানাকে উপজেলার পালাশটারী এলাকার একটি আঁখক্ষেতে নিয়ে যান স্বামী বিদ্যুৎ। সেখানে ৫/৭ জন লোক ওই গৃহবধূকে ধর্ষণ করতে থাকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে স্বামীসহ ২ জনকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টার রাখা হয়েছে। ইতোমধ্যে স্বামীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply