স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বড়বালা ইউনিয়নের ছড়ান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (১লা ফেব্রুয়ারি) অত্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ছড়ান ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মেসবাহুর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, বড়বালা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম স্বপন, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, ছড়ান ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহমত আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বড়বালা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
এম২৪নিউজ/আখতার