স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে সাপের কামড়ে এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে। নিহত মোয়াজ্জিনের নাম মো. হাসিবুল ইসলাম (৩০)।
তিনি উপজেলার বড়বালা ইউনিয়নের ডাঙ্গরির পাড়া গ্রামের মো. রইচ উদ্দিনের ছোট ছেলে এবং ছড়ান শালিকাদহ জামে মসজিদের মোয়াজ্জিনের দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. ফারুক হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে বিদ্যুৎ চলে যায়। প্রচন্ড গরমের কারণে হাফেজ মো. হাসিবুল ইসলাম তার বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে ছোবল মারে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুবরন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়বালা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার স্বপন।
এম২৪নিউজ/আখতার