মিঠাপুকুরের রাণীপুকুরে ৩টি গরু চুরি

রাণীপুকুর সংবাদদাতা:

রংপুরের মিঠাপুকুরে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যর ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের মৃত বহর উদ্দিনের ছেলে দিনমজুর আক্কাস আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক আক্কাস আলীর বরাত দিয়ে প্রতিবেশী গোলাম রব্বাণী জানান, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে জেগে গরু বাহির করার জন্য গোয়াল ঘরে যান আক্কাস। সেখানে গরু না দেখে দিশেহারা হয়ে পড়েন তিনি। গোয়াল ঘর থেকে ৩টি গরুই রাতের আঁধারে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোরের দল। গরু তিনটির বর্তমান বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। একমাত্র সম্বল গরু ৩টি চুরি হওয়ায় পথে বসেছেন তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply