মিঠাপুকুরে মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

মিঠাপুকুরে মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মিঠাপুকুর২৪নিউজ ডেক্স

রংপুরের মিঠাপুকুরে আরডিআরএস-বাংলাদেশ এর আয়োজনে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বুধবার সকালে উপজেলার পাগলারহাট মনজুশ্রী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় অত্র বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও দাতা সদস্য প্রবীর কুমার মজুমদার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর রিজিওনাল ম্যানেজার এম.এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন একাউন্ট ম্যানেজার শাহীন আলম, প্রজেক্ট ফ্যাসিলেটর মণিন্দ্র নাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সরকার, ম্যানেজিং কমিটির সদস্য লোকমান হাকীম, মকবুল হোসেন মধু প্রমূখ।

সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চলনায় উপস্থিত বক্তৃতায় নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইফটিজিং, কিশোর-কিশোরী সমস্যা, ধর্ষণ, মাদকাসক্ত সহ নানাবিধ বিষয়ে শিক্ষার্থীরা উপস্থিত বক্তব্য প্রদান করেন। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরষ্কার হিসেবে বই প্রদান করা হয়।

Leave a Reply