ফলোআপ নিউজ
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে টিসিবির কার্ড স্বজনদের নামে দেওয়ার অনিয়মের অভিযোগ করায় ইউনিয়ন পরিষদ সদস্যকে (ইউপি) হুমকি দিচ্ছেন চেয়ারম্যান। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন ওই সদস্য। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) মিঠাপুকুর থানায় হাজির হয়ে জিডি করেন।
হুমকির শীকার ওই ইউপি সদস্যের নাম আশরাফুল ইসলাম। তিনি উপজেলার মিলনপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য।
জিডিতে তিনি উল্লেখ করেন, টিসিবির পণ্য বিতরণ নিয়ে একটি সভা গত ১৫ মার্চ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান। টিসিবির তালিকায় উপকারভোগী অনেকের নাম কেটে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম। এ কারণে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সভাকক্ষ থেকে বের করে দেন চেয়ারম্যান।
গত ১৮ মার্চ টিসিবির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউপি সদস্য। এ নিয়ে চেয়ারম্যানের সাথে তাঁর বিরোধ চলছে।
মিলনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, ‘আমার কথা অমান্য করে নিজে নিজে কাজ করছে। তাই একটু গালমন্দ করেছি। সে আমার বিরুদ্ধে যা করার করুক।’
ওসি নজরুল ইসলাম বলেন, ‘জিডির তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত করা হচ্ছে। হুমকির বিষয়টি পুলিশ দেখবে।’
উল্লেখ্য, তিন শতাধিক উপকারভোগীর নাম কেটে বাংলাদেশ ট্রেড কর্পোরেশনের (টিসিবি) তালিকায় স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেছেন মিলনপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান। এ ঘটনায় ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম।
জানা গেছে, এই ইউনিয়নে টিসিবির উপকারভোগী কার্ডধারীর সংখ্যা এক হাজার ৬শ ২৮ জন। তারা শুরু থেকে টিসিবির বরাদ্দকৃত পণ্য পেয়ে আসছেন। গত জানুয়ারী মাসে টিসিবির কার্ডধারীদের তালিকা অনলাইন ডাটাবেইজ করা হয়। ওই সময় ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ৩৩০ জন কার্ডধারীর নাম কেটে দেন। তাদের স্থলে চেয়ারম্যানের আত্মীয়-স্বজন ও স্বচ্ছলদের নাম বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি সদস্য আশরাফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
এম২৪নিউজ/আখতার