স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ গোলাম রাব্বানী রুমনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার উপজেলা যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবলীগের আহ্বায়ক শাহ্ মোঃ আসাদুজ্জামান সোহাগ ও যুগ্ম আহ্বায়ক মোন্নাফ হোসেন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, মোঃ গোলাম রাব্বানী রুমন মিলনপুর ইউনিয় যুবলীগের সহ সভাপতি পদে ছিলেন। সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত হওয়ার কারণে ইতোপূর্বে তাকে পর্যায়ক্রমে শোকজ এবং সাময়িক বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বারবার সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত হওয়ার কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এম২৪নিউজ/আখতার