স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মিলনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ম্যনেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১২৪ জন।
নির্বাচনে অভিভাবক সদস্য (দাখিল) পদে বিজয়ীরা হলেন, মো: আক্কাস আলী, মো: সবুজ মিয়া ও মো: আসাদুল ইসলাম। এছাড়াও সংরক্ষিত মহিলা (দাখিল) পদে বিজয়ী হয়েছেন মোছা: মারুফা বেগম। এসব তথ্য নিশ্চিত করেছেন মিলনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মোকলেছুর রহমান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা রাজিবুল হাসান। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন, গুটিবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) মো: হামিদুর রহমান সরকার।
এম২৪নিউজ/আখতার