অনলাইন ডেস্ক :
রংপুরের মিঠাপুকুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিশুকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ মে) রাত ৯টার দিকে সংঘাতে জড়িত শিশুকে নিজ বাসা হতে আটক করা হয়।
আটককৃত শিশু ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট (পশ্চিম গেনারপাড়া) গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে। ধর্ষণের শিকার শিশুর বাড়ী একই ইউনিয়নের শুকুরেরহাট এলাকায়।
মঙ্গলবার বিকালে ওই শিশুর বাড়ির পশ্চিম পাশের একটি আম বাগানে তাকে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধারের পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে শিশু তার বাড়ীতে ছিল। এ সময় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু কৌশলে তাকে আম বাগানের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে ৬ বছর বয়সী শিশুটির রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশু ধর্ষনের ঘটনাটি স্থানীয় ও বিভিন্ন সোর্সের মাধ্যমে মিঠাপুকুর থানা পুলিশকে অবগত করলে মঙ্গলবার রাত ৯টার দিকে সংঘাতে জড়িত শিশুকে নিজ বাসা হতে আটক করে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, সংঘাতে জড়িত শিশুকে আটক করা হয়েছে। শিশু ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম২৪নিউজ/আখতার