স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ৫০ বছরের অধিক সময় ধরে বসবাসকারী’র ঘরবাড়ী ভাংচুর করে ঘরের আসবাবপত্র ছন্নছাড়া করে লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাতাসন হাট বাজার হতে, শিকারপুর গ্রামের ভিতর দিয়ে কাঁচা রাস্তা হেয়ারিং এর কাজ শুরু হয়েছে। রাস্তার জমিতে বসতবাড়ি নির্মান করা হয়েছে মর্মে বসতবাড়ি উচ্ছেদের জন্য মসজিদের মাইকে ঘোষনাদেন স্থানীয় কিছু লোকজন। ঘোষনার পরদিন রোববার দুপুরে স্থানীয় জনগণ একত্রিত হয়ে ওই গ্রামের মৃত. আব্দুল বারী মিয়ার বিধবা স্ত্রী সাজেদা বেগম, ও তার পুত্র মিলন, খোকন ও লিটনের বাড়ির শোয়ার ঘর ভেঙ্গে ফেলা হয়।
বৃদ্ধা সাজেদা বেগম ও তার ছেলেরা বলেন, আমরা যদি রাস্তার জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে থাকি তাহলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তপক্ষ কেন নোটিশের মাধ্যমে ঘরবাড়ি সরিয়ে নেয়ার কথা জানায়নি। আমাদেরকে না জানিয়ে কেন তারা আমাদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করলো। আমরা এখন কি করবো। আমাদের থাকার কোন জায়গা নেই। তারা জানায় স্থানীয় ইউপি পরিষদ থেকে ও আমাদেরকে কোন ভাবে কোন প্রকার নোটিশ করা হয়নি।
এলাকবাসীর সাথে কথা বললে তারা জানায়, আমাদের জন্মের পর থেকে দেখি এই রাস্তা, এবং রাস্তার ছাইটে মৃত. আঃ বারীর মিয়া বাড়ি ঘর, সেই থেকে চলে আসতেছে, কিন্তু এখন শুনি রেকর্ডের রাস্তা নাকী তাদের বাড়ি ভিতর দিয়ে চলে গেছে, এবং পাশের যে জমি ওয়ালা সার্ভেয়ার নিয়ে এসে জমি মেপে বের করে, সীমানায় খুটি দিয়েছে, এতে করে, সাধারণ জনগণের ও পথচারীদের চলাচলের চরম ভোগান্তি পড়ে। জনসাধারনের চলাচলের রাস্তায় বসত-বাড়ি নির্মান করায় ক্ষোভের বসবতী হয়ে স্থানীয় লোকজন তাদের বসতবাড়ী ভেঙ্গে ফেলে।
মৃত. আঃ বারী মিয়া’র মেয়েরা জানায়, এটা সম্পন্ন পরিকল্পিত ভাবে গ্রামবাসী এই কাজ করছে, আমার ভাই একজন আওয়ামী লীগ করছিলো বিধায় এই কাজ করছে এলাকাবাসী।
ময়েনপুর ইউপির চেয়ারম্যান মোকছেদুল হক মুকুল এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, রাতে ঐ ওয়ার্ডের সাবেক মেম্বার ও এলাকার জনগণ আমাকে ফোন দিয়ে বিষয়টা জানায়। আমি তাদেরকে ইউএনও অফিসে যাইতে বলি এবং আইন হাতে না নেওয়ার কথা বলি।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে আমাদের অফিসারকে পাঠিয়েছি তারা এখনও ফেরেনি। ফিরলে যাবে জানা যাবে সেখানে কি হয়েছে। সে মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার