স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে সিয়াম আহম্মেদ (২১) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে শুকুরেরহাট কলেজ মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম ময়েনপুর ইউনিয়নের পশ্চিম গেনারপাড়া গ্রামের মোকছেদুল মাষ্টারের ছেলে এবং রংপুর কারমাইকেল কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মঙ্গলবার বিকালে শুকুরেরহাট ডিগ্রী কলেজ মাঠে ফুটবল খেলছিল সিয়াম। এসময় হঠাৎ বজ্রপাতে সে মাঠে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষনা করেন।
এম২৪নিউজ/আখতার